ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

উখিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর ‘সোর্সের’ গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৬:২১ পিএম, ০৮ নভেম্বর ২০২৩

কক্সবাজারের উখিয়ায় শাহজাহান (৩৫) নামের এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

বুধবার (৮ নভেম্বর) সকালে উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী রহমতের বিল চিতাখলা ব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শাহজাহান উখিয়ার থাইংখালীর ধামনখালী এলাকার সিরাজুল হকের ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, থাইংখালী রহমতের বিল চিতাখলা ব্রিজ এলাকা থেকে শাহজাহানের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

শাহজাহানের স্ত্রী জ্যোৎস্না বেগম অভিযোগ করে বলেন, বুধবার (৭ নভেম্বর) গভীর রাতে তার স্বামীকে কে বা কারা ফোন করে বাইরে ডেকে নিয়ে যান। এরপর থেকে আর স্বামীর খবর পাননি। সকালে খবর আসে চিতাখলা ব্রিজ এলাকায় মরদেহ পড়ে ছিল। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

সায়ীদ আলমগীর/এসআর/জেআইএম