ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুড়িগ্রামে পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ০৮:১৭ পিএম, ০৮ নভেম্বর ২০২৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে আতানুর রহমান (৩০) নামের এক যুবককে আটক করা হয়।

বুধবার (৮ নভেম্বর) বিকেলে এ তথ্য জানান নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান। আতানুর রহমান নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা এলাকার বাসিন্দা।

আরও পড়ুন: পুলিশ পরিচয়ে প্রতারণা, র্যাবের হাতে গ্রেফতার 

পুলিশ জানায়, ৬ নভেম্বর বিকেলে নাগেশ্বরী থানার ডিউটি অফিসারের মোবাইলে আতানুর রহমান নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে থানার সার্বিক অবস্থা জানতে চান। থানায় কয়টি অভিযোগ সকাল থেকে দায়ের হয়েছে সেবিষয়ে তথ্য চান। একপর্যায়ে অভিযোগকারীদের নাম এবং মোবাইল নম্বর জানতে চাইলে দায়িত্বরত সরল বিশ্বাসে সবার অভিযোগকারীর নাম ও মোবাইল নম্বর দিয়ে দেন। একইদিন সন্ধ্যায় এক অভিযোগকারী মুন্সির কাছে এসে বলে ওসি ফোন করেছিলেন খরচের টাকার জন্য। একবার দুই হাজার টাকা বিকাশ করলাম, এখন আবার টাকা চাচ্ছে।

বিষয়টি জানার পর নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান, ওই দিনের সব অভিযোগকারীর মোবাইল নম্বরে কল দিতে বলেন। তিনজন অভিযোগকারী বিকাশে টাকা দিয়েছেন মর্মে জানান। পরে মোবাইল নম্বর ও বিকাশ নম্বরের সূত্র ধরে আটক করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, প্রতারক চক্রটি অভিনব কৌশল অবলম্বন করে কয়েকজনের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা নিয়েছিল। পরে পুলিশ প্রতারক চক্রটির মূলহোতাকে আটক করে।

ফজলুল করিম ফারাজী/আরএইচ/জিকেএস