ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলন, ১৭ ড্রেজারসহ আটক ১১

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ১০:১৮ এএম, ০৯ নভেম্বর ২০২৩

মাদারীপুরের শিবচর উপজেলায় পদ্ম নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ১৭টি ড্রেজারসহ ১১ জনকে আটক করা হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল ইসলামের নেতৃত্বে নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সমির গোলদার ও চরজানাজাত নৌপুলিশ ফাঁসির পরিদর্শক (ওসি) শফিকুর রহমান খান উপস্থিত ছিলেন।

পরে রাতে শিবচর থানায় দুটি মামলা করেন চরজানাজাত নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইলিয়াস মাতুব্বর ও উপপরিদর্শক (এসআই) মো. ছগির মিয়া।

আটকরা হলেন- বরগুনার আমতলীর জসিম হাওলাদার (৩৭), পটুয়াখালীর গলাচিপা এলাকার শামিম (১৯), কলাপাড়া এলাকার শহিদুল গাজী (৫০), পাবনার রতন শেখ (৩৭), শেরপুরের নুরুল ইসলাম মন্ডল (৪০), মো. মজিদ (৩৮), বরিশালের রিয়াজ, লক্ষ্মীপুরের নুরে আলম (২৩), যশোরের আল আমিন (২৭), শরিয়তপুরের আনোয়ার হোসেন (৪০) প্রমুখ।

আরও পড়ুন: অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বৃদ্ধের কারাদণ্ড

নৌপুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে পদ্মা নদীর বিভিন্ন অংশে অভিযান চালায় উপজেলা প্রশাসন, নৌপুলিশ ও থানা পুলিশ। এ সময় নদী থেকে বালু উত্তোলনের দায়ে ১৭টি ড্রেজারসহ ১১ জনকে আটক করা হয়। এই ঘটনায় শিবচর থানায় রাতে আলাদা দুটি মামলা করে নৌপুলিশ।

শিবচরের চরজানাজাত নৌপুলিশ ফাঁড়ির ওসি (পরিদর্শক) শফিকুর রহমান খান বলেন, অবৈধভাবে বালু তোলার জন্য ১১ জনকে আটক ও আলাদা দুটি মামলা হয়েছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমির গোলদার বলেন, নৌ-পুলিশের দেওয়া দুটি মামলা থানায় রেকর্ড করা হয়েছে। আটকদের বৃহস্পতিবার আদালতে তোলা হবে।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল হাসান বলেন, পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

আয়শা সিদ্দিকা আকাশী/জেএস/এমএস