ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মোংলায় বিদেশি জাহাজ থেকে চুরি করা তেলসহ আটক ২

উপজেলা প্রতিনিধি | মোংলা (বাগেরহাট) | প্রকাশিত: ০১:২২ পিএম, ০৯ নভেম্বর ২০২৩

মোংলা বন্দরে অবস্থানরত একটি বিদেশি জাহাজ থেকে চুরি করা ট্রলারবোঝাই জ্বালানি তেল (ডিজেল) জব্দ করেছেন পুলিশ। এ সময় দুই চোরাকারবারিকে আটক করা হয়। বুধবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোংলা নদীর পাড় থেকে তাদের আটক করে পুলিশ।

পুলিশ জানায়, বন্দরের হারবাড়ীয়ায় অবস্থানরত একটি বিদেশি জাহাজ থেকে তেল (ডিজেল) পাচার করে ট্রলারবোঝাই করছে এমন গোপন খবর আসে। পরে রাতে মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার অভিযানে নামেন। রাত ৮টার দিকে বন্দরের পশুর চ্যানেল দিয়ে একটি ট্রলার দ্রুত যেতে দেখে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়।

jagonews24

আরও পড়ুন: মোংলায় বিদেশি জাহাজ থেকে কয়লা চুরি, আটক ৩৭ 

অভিযানে ফজলু মৃধার ছেলে হেলাল মৃধা (৩০) ও কামাল হোসেনের ছেলে রনিকে (২৫) আটক করা হয়। এ সময় ১৮ ড্রাম জালানি তেল (ডিজেল) উদ্ধার করা হয়।

jagonews24

মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার বলেন, পশুর নদীতে অভিযান চালিয়ে চোরা তেলসহ দুজন আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ ও এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আবু হোসাইন সুমন/আরএইচ/জিকেএস