ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

হিলিতে ভারতীয় নতুন আলু, কেজি ৮০

উপজেলা প্রতিনিধি | হিলি (দিনাজপুর) | প্রকাশিত: ০৪:০৫ পিএম, ০৯ নভেম্বর ২০২৩

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে নতুন আলু আমদানি হচ্ছে। এসব আলু ঢাকাসহ হিলির আশপাশের বাজারে পাওয়া যাচ্ছে। আমদানি করা নতুন আলু বন্দরে পাইকারি বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি, আর খুচরা বাজারে ব্যবসায়ীরা বিক্রি করছেন ৮০ টাকা কেজি দরে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে হিলি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে উঠেছে আমদানি করা নতুন আলু। এবার ভারত থেকে পুরাতনের পাশাপাশি নতুন আলুও আমদানি হয়েছে। ব্যবসায়ীরা খুচরায় এসব আলু ৮০ টাকা কেজি বিক্রয় করছেন। আর ভারতীয় পুরোনো আলু খুচরা বিক্রি করছেন ৩৫ টাকা কেজি দরে।

বন্দর সূত্রে খোঁজ নিয়ে জানা গেছে, ভারত থেকে আমদানি করা আলু সরকারি ভ্যাটসহ ১৮০ ডলারে শুল্কায়ন করা হচ্ছে। এতে ভারত থেকে আমদানি করা আলুতে কেজি প্রতি ২০ টাকা খরচ পড়ছে। বন্দরের ভেতরে পুরোনো আলু পাইকারি ২৮ থেকে ৩০ টাকা এবং নতুন আলু ৫৮ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি বাজারে আলু কিনতে আসা রব্বানি নামের এক শিক্ষক জাগো নিউজকে বলেন, কয়েকদিন আগে আলুর দাম বাজারে অনেক ছিল। ভারত থেকে আলু আমদানি করায় এখন দাম কিছুটা হাতের নাগালে। আজ বাজার থেকে ভারতীয় আলু ৩৫ টাকা কেজিতে ক্রয় করলাম। নতুন আলু ব্যবসায়ীরা ৮০ টাকা কেজি চাচ্ছেন।

সবজি ব্যবসায়ী শাহিন জাগো নিউজকে বলেন, ভারত থেকে পুরাতন আলুর পাশাপাশি নতুন আলুও আমদানি হচ্ছে। বন্দরে পুরাতন আলু ২৮ থেকে ৩০ এবং নতুন আলু ৫৮ থেকে ৬০ টাকা কেজি ক্রয় করছি। পরে নতুন আলু ৭৫ থেকে ৮০ টাকা কেজি এবং পুরাতন আলু ৩৫ থেকে ৩৬ টাকা কেজি দরে বিক্রয় করছি।

হিলিতে ভারতীয় নতুন আলু, কেজি ৮০

নতুন আলু আমদানিকারক শাহাবুল ইসলাম জাগো নিউজকে বলেন, গতকাল আমার এক গাড়িতে ১২ মেট্রিক টন ভারতীয় নতুন আলু আমদানি হয়েছে। এসব আলু ৬০ টাকা কেজি দরে পাইকারি দিচ্ছি। মূলত ভারত থেকে আমদানি করা আলু বাংলাদেশের কাস্টমস ১৮০ ডলারে শুল্কায়ন করলেও ভারতে নতুন আলুর দাম অনেক বেশি।

তিনি বলেন, আপনিও জানেন নতুন আলু আর পুরোনো আলুর মধ্যে দামে একটু পার্থক্য থাকে, সেটি বাংলায় হোক আর ভারতে। আমার আমদানি করা আলু ৫৬ থেকে ৫৮ টাকা কেজি দরে কেনা পড়েছে। সেই আলু হিলি বন্দর থেকে ঢাকায় পাঠাতে খরচ হচ্ছে কেজি প্রতি আরও ১০ থেকে ১১ টাকা যোগ করে ৬৬ থেকে ৬৮ টাকা। কিন্তু আজ বৃহস্পতিবার ঢাকায় সেই আলু বিক্রয় হচ্ছে ৬০ টাকায়। প্রতি কেজিতে আমাদের এখন লোকশান গুনতে হচ্ছে।

হিলি স্থলবন্দর পানামা পোর্ট লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, ২ নভেম্বর ভারত থেকে হিলি বন্দর দিয়ে আলু আমদানি শুরু হয়। গতকাল বুধবার পর্যন্ত ১১৮টি গাড়িতে ৩ হাজার ১০ মেট্রিক টন আলু ভারত থেকে আমদানি করা হয়েছে।

মো. মাহাবুর রহমান/এফএ/জেআইএম