ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নেত্রকোনার দুই উপজেলায় নির্বাচনী সামগ্রী পৌঁছেছে

প্রকাশিত: ০৮:৩৮ এএম, ৩০ মার্চ ২০১৬

বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নেত্রকোনার আটপাড়া ও মদন উপজেলার ১৫টি ইউনিয়নে ব্যালট পেপারসহ আনুসাঙ্গিক সামগ্রী পৌঁছেছে।

জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মোতাহসিম জাগো নিউজকে জানান, আটপাড়া ও মদন উপজেলার ১৫ টি ইউপি নির্বাচনে ২ লাখ ১ হাজার ৪৯ টি ব্যালটপেপার পাঠানো হয়েছে। বুধবার প্রতিটি ভোটকেন্দ্রে প্রিজাইডিং ও সহকারি প্রিজাইডিং কর্মকর্তাদের মাধ্যমে ব্যালটপেপারসহ ভোটগ্রহণের অন্য সরঞ্জামাদি পাঠানো হয়েছে। উপজেলা দুটির ১৫টি ইউনিয়নে ৭১ জন চেয়ারম্যান ছাড়াও সংরক্ষিত ১৪৪ জন ও ৪৭৫ জন সাধারণ সদস্য পদে ২ লাখেরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে জনপ্রতিনিধি নির্বাচিত করবেন।

জেলা নির্বাচন কর্মকর্তা আরো জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়ে ভ্রাম্যমাণ আদালত নির্বাচনের দিন মাঠে থাকবে। এছাড়াও বিজিবি, র্যাব, পুলিশ নিরাপত্তা বিধানে সর্তক অবস্থানে রয়েছে বলে জানান তিনি।

কামাল হোসাইন/এফএ/এমএস