জয়পুরহাটে নির্বাচনী উপকরণ বিতরণ
ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে জয়পুরহাট সদর উপজেলার ৯টি ইউনিয়নের ৮১টি কেন্দ্রে নির্বাচনের জন্য বুধবার দুপুরে জেলা সার্ভার স্টেশন থেকে নির্বাচনী উপকরণ প্রিজাইডিং ও পোলিং অফিসারদের মাঝে বিতরণের কাজ শুরু হয়েছে।
জয়পুরহাট সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোতালেব জানান, এই ৯টি ইউনিয়নের মধ্যে ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে শুধুমাত্র আওয়ামী লীগের প্রার্থীরা ছাড়া আর কোনো প্রার্থী না থাকায় ওই সকল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ওই ৬টি ইউনিয়নে সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে ৯টি ইউনিয়নের মধ্যে ৩টিতে চেয়ারম্যান ও সদস্য উভয় প্রার্থীর নির্বাচন অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসক আব্দুর রহিম জানান, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ ৮জন ম্যাজিট এসব নির্বাচনী এলাকায় আইন শৃংখলা রক্ষায় দায়ীত্ব পালন করবেন।
এছাড়া পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম জানান, নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে বিজিবি, পুলিশ ও আনসারসহ প্রায় ২ হাজার নিরাপত্তা কর্মী মাঠে থাকবে।
রাশেদুজ্জামান/এফএ/আরআইপি