জনপ্রশাসন প্রতিমন্ত্রী
আগামী নির্বাচনে বিএনপি-জামায়াতের লোকজনও নৌকায় ভোট দেবে
আগামী নির্বাচনে দেশের ৮০ শতাংশ মানুষ নৌকায় ভোট দেবে। বিএনপি-জামায়াতের লোকজনও নৌকায় ভোট দেবেন বলে দাবি করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
শনিবার (১২ নভেম্বর) বিকেলে মেহেরপুর পৌরশহরের শহীদ সামসুজ্জোহা পার্কে আওয়ামী লীগ আয়োজিত মহাসমাবেশে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ২০১৪-১৮ সাল পর্যন্ত দেশে এমন উন্নয়ন হয়েছে যে বিরোধী দলের লোকজনও কোন সমালোচনা করতে পারে না। বিএনপি-জামায়াতের লোকজনও এখন নৌকায় ভোট দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। গেলো দুটি নির্বাচনে যেমন ভোটকেন্দ্র পাহারা দিয়ে নৌকার বিজয় ছিনিয়ে এনেছি। এবারও তার ব্যতিক্রম হবে না। দেশের বিপুল উন্নয়ন নিয়ে আওয়ামী লীগ আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছে। দেশের মানুষ এখন শান্তিতে থাকতে চায়। দেশে জ্বালাও পোড়া আর কেউ দেখতে চায় না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন। বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাসসহ সদর ও মুজিবনগর উপজেলা ৯ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এছাড়া বিপুল সংখ্যক আওয়ামী লীগের নেতাকর্মী মহাসমাবেশে অংশ নেন।
আসিফ ইকবাল/এসজে/এএসএম