জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার গ্রেফতার
জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (১৩ নভেম্বর) দুপুর ২টার দিকে সদর উপজেলার বেলাআমলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর শেখ সাদিক গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।
তিনি বলেন, ২৯ অক্টোবরের জয়পুরহাট সদর থানার নাশকতার মামলায় জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে।
আরও পড়ুন: হবিগঞ্জে মহিলা দল সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা বলেন, সোমবার অবরোধের সমর্থনে মিছিলের কর্মসূচি ছিল জেলা বিএনপির। মিছিলের যাওয়ার সময় জেলা বিএনপির আহ্বায়ককে গ্রেফতার করা হয়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, জয়পুরহাট র্যাব ক্যাম্পের সদস্যরা জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনকে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে চারটি নাশকতার মামলা রয়েছে। পরে বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।
জেএস/এএসএম