ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

‘শেখ হাসিনার মতো ধার্মিক পৃথিবীর অন্য কোথাও আছে কি না জানা নেই’

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৭:১৯ পিএম, ১৩ নভেম্বর ২০২৩

ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ধার্মিক মহিলা। উনার মতো ধার্মিক মহিলা শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর অন্য কোথাও আছে কি না আমার জানা নেই।

তিনি বলেন, প্রধানমন্ত্রী একসঙ্গে ৫৬০টি মডেল মসজিদ স্থাপন করে সারা পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করেছেন। ইসলামের প্রতি, জাতির প্রতি উনার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

সোমবার (১৩ নভেম্বর) বিকেলে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পৌর মহিলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন এমপি নিজাম হাজারী।

Feni-(3).jpg

সরকারদলীয় এ এমপি আরও বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলে নারীরা আজ নির্বিঘ্নে ঘর থেকে বের হতে পারছেন। শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই নারীরা স্পিকার, এসপি, ডিসিসহ রাষ্টীয় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।’

ফেনী পৌর আওয়ামী লীগের সভাপতি আইনুল করিম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহান আরা বেগম সুরমা, সাধারণ সম্পাদক লায়লা জেসমিন বড়মনি, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

দলের সাংগঠনিক সম্পাদক খাদিজা খানম রুনার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ফেনী পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রাহেলা আক্তার ছবি ও ১৩ ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছম আনজু মান।

Feni-(3).jpg

সমাবেশে পৌরসভার ১৮টি ওয়ার্ডের প্রায় ১৫ হাজার নারী নেত্রী ও কর্মী উপস্থিত ছিলেন। সমাবেশকে ঘিরে নারী নেত্রী ও কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। অনুষ্ঠানে আগত প্রত্যেক নারীকে নিজাম হাজারীর পক্ষ থেকে বিছানার চাদর উপহার দেওয়া হয়। জবাবে ১৮টি ওয়ার্ডের নারী নেত্রীরা তাদের পক্ষ থেকে নিজাম হাজারীকে শুভেচ্ছা উপহার তুলে দেন।

সমাবেশে ফেনী পৌরসভার বিগত সময়ে আওয়ামী লীগের উন্নয়ন অগ্রযাত্রার একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

আবদুল্লাহ আল-মামুন/এসআর/এমএস