এক পাঙাশের ওজন ১৫ কেজি, ১৮ হাজারে বিক্রি
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গুল মোহাম্মদ আলী (৩৫) নামের এক জেলের জালে ১৫ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে। পরে মাছটি ১৮ হাজার টাকায় বিক্রি হয়।
সোমবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার চিলমারী ইউনিয়নের কড়াইবরিশাল এলাকায় মাছটি ধরা পড়ে।
স্থানীয়রা জানান, গুল মোহাম্মদ একজন মাছ ব্যবসায়ী। প্রতিদিনের মতো তিনি মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। আজ সকালে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গেলে তার জালে মাছটি ধরা পড়ে। পরে সাজু মিয়া নামের এক মাছ ব্যবসায়ী ১৫ হাজার টাকায় মাছটি নেন। পরে ১২০০ টাকা কেজি দরে পাম্পের মোড় বাজারে মাছটি ১৮ হাজার টাকায় বিক্রি করেন ওই ব্যবসায়ী।
মাছ ব্যবসায়ী সাজু মিয়া বলেন, বর্তমানে ব্রহ্মপুত্র নদে প্রায়ই এমন বড় বড় পাঙাশ মাছ জেলের জালে ধরা পড়ছে।
কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা মোক্তাজির বলেন, ব্রহ্মপুত্র নদে প্রায় সময় পাঙাশ মাছ ধরা পড়ছে। এ মাছটি বাণিজ্যিকভাবে চাষ করে লাভবান হওয়া যায়।
ফজলুল করিম ফারাজী/এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ