গোপালপুরে বিদ্রোহীদের নিয়ে বিপাকে আওয়ামী লীগ
দ্বিতীয় ধাপে ৩১ মার্চ বৃহস্পতিবার টাঙ্গাইলের গোপালপুরের ৭টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে সরব হয়ে উঠেছে প্রত্যন্ত অঞ্চলের জনপদ। অবাধ, সুষ্ঠ ও নিরেপেক্ষ নির্বাচন গ্রহনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে জেলার পুলিশ প্রশাসন সাতটি ইউনিয়নের ৬৫ কেন্দ্রে মধ্যে ৪৬টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। তবে নির্বাচন নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও সবকিছু ছাপিয়ে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।
এদিকে ৭ ইউনিয়নে শক্তিশালী অবস্থানে থাকা বিদ্রোহীদের নিয়ে বিপাকে রয়েছেন নৌকার প্রার্থীরা। এবার ৭ ইউনিয়নে মোট ২৭ চেয়ারম্যান, ৬৮ সংরক্ষিত নারী আসন ও সাধারণ সদস্য আসনে ২৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। মাত্র একটি ইউনিয়নে প্রার্থী দিতে সক্ষম হয়েছে সংসদের প্রধান বিরোধী দল এরশাদের জাতীয় পার্টি।
আওয়ামী লীগ ও বিএনপির রয়েছে একাধিক বিদ্রোহী প্রার্থী। তবে বেশ কয়েকটি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্র্রোহী প্রার্থীরা শক্তিশালী অবস্থানে রয়েছে বলে নির্বাচন বিশ্লেষকরা মনে করছেন। প্রতিদিনই নির্বাচনকে কেন্দ্র করে হাঙ্গামা, বাড়িঘর ভাঙচুর, বিদ্রোহী প্রার্থীকে মারধর করার ঘটনা ঘটেছে। ফলে সুষ্ঠ নির্বাচন নিয়ে সংশয় দেখা দিয়েছে।
তবে এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. মাসূমুর রহমান ও গোপালপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলাম জানিয়েছেন, নির্বাচন হবে সুষ্ঠ ও নিরপেক্ষ।
এমএএস/এবিএস