মহানন্দায় সারের বস্তা ধুতে নেমে তলিয়ে গেলো দুই শিশু
ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে সারের বস্তা ধুতে নেমে তলিয়ে যায় সিফাত ও মাহমুদুল্লা নামের দুই শিশু। এদের মধ্যে মাহমুদুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে সিফাতের কোনো সন্ধান মেলেনি।
মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাজিপাড়া ঘাটে এ ঘটনা ঘটে। মাহমুদুল্লাহ কাজিপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও নিখোঁজ সিফাত একই এলাকার বাসিন্দা হানিফের ছেলে।
জানা যায়, দুপুরে কাজীপাড়া ঘাটে ইউরিয়া সারের খালি বস্তা ধুতে যায় মাহমুদুল্লাহ ও সিফাত। বস্তা ধোয়ার পর গোসলে নামে দুজন। এ সময় নদীর পানিতে তলিয়ে যায় মাহমুদুল্লাহ। তাকে উদ্ধারের চেষ্টা করে সিফাত। এক পর্যায়ে দুজনই নদীতে তলিয়ে যায়।
ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, শিশু মাহমুদুল্লার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সিফাতের মরদেহ উদ্ধারে ফায়ার সার্ভিসের সহযোগিতায় কাজ করছে ডুবুরি দল।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, নিখোঁজ শিশু সিফাতের মরদেহ উদ্ধারে ফায়ার সার্ভিসের সহযোগিতায় স্থানীয়রা কাজ করছে। পরিবারের অভিযোগ না থাকায় মাহমুদুল্লাহর মরদেহ হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম বলেন, সন্ধ্যা ৭টা পর্যন্ত উদ্বার অভিযান চালায় ডুবুরি দল। কিন্তু নিখোঁজের কোনো সন্ধান পাওয়া যায়নি। রাত হয়ে যাওয়ায় অভিযান স্থগিত আছে। বুধবার সকাল থেকে আবারো উদ্বার অভিযান শুরু হবে।
সোহান মাহমুদ/এসজে/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চেক জালিয়াতি মামলায় ওয়ারেন্টভুক্ত বিএনপি নেতা গ্রেফতার
- ২ মানিকগঞ্জে আগুনে পুড়লো বিআইডব্লিউটিএ’র গোডাউন
- ৩ রেললাইনে আগুন দিয়ে ৫ ঘণ্টা অবরোধ বিএনপি নেতাকর্মীদের, চরম দুর্ভোগ
- ৪ স্বামীকে হত্যাসহ ১০ মামলার আসামি আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার
- ৫ ফিটনেস-অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়া সেন্টমার্টিনে যাবে না জাহাজ