ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

তেলাপোকা মারার ওষুধ খেয়ে প্রাণ গেলো শিশুর

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ০৯:২৮ পিএম, ১৪ নভেম্বর ২০২৩

কুড়িগ্রামের ফুলবাড়ীতে তেলাপোকা মারার ওষুধ খেয়ে নিশান নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিশান অনন্তপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে।

শিশুর নানি সাহিদা বেগম জানান, তেলাপোকা মারার জন্য বাজার থেকে ওষুধ নিয়ে আসে তার বাবা। শিশুটি খেলার ফাঁকে সবার অজান্তে ওই ওষুধ সেবন করে। কিছুক্ষণ পর জ্ঞান হারিয়ে ফেলে। তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. হোমায়ারা খাতুন জাগো নিউজকে বলেন, হাসপাতালে আসার পথেই শিশুটি মারা গেছে। তার মুখে গন্ধ ছিল।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণ কৃঞ্চ দেবনাথ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি জানার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফজলুল করিম ফারাজী/এসজে/এএসএম