ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মুন্সিগঞ্জের দুই স্থানে ৪ ককটেল বিস্ফোরণ

জেলা প্রতিনিধি | মুন্সিগঞ্জ | প্রকাশিত: ০৯:০১ এএম, ১৫ নভেম্বর ২০২৩

মুন্সিগঞ্জ পৌরশহরের পৃথক দুটি স্থানে কাছাকাছি সময় চারটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এলাকা দুটিতে আতঙ্ক বিরাজ করছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত ১১টার কিছু সময় আগে খালইস্ট এলাকার আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন সড়ক ও ইসলাম এলাকার পিটিআই সংলগ্ন সড়কে এ বিস্ফোরণ ঘটানো হয়। এ নিয়ে শহরে ৯ দিনে তিন দফা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলো।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার আগ মুহূর্তে পরপর বিকট শব্দে ওই ককটেল বিস্ফোরণ ঘটে। ঘটনার পরপরই দৌড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় চারিদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

মুন্সিগঞ্জের দুই স্থানে ৪ ককটেল বিস্ফোরণ

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জাগো নিউজকে বলেন, খবর পেয়ে দুটি স্থানেই পুলিশ পাঠানো হয়েছে। আতঙ্ক সৃষ্টির জন্য কেউ এ কাজ করে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে ৫ ও ৮ নভেম্বর পৌরশহরের খালইস্ট এলাকায় মসজিদ ও বাজারে ককটেল বিস্ফোরণ ঘটে।

আরাফাত রায়হান সাকিব/এসজে/জেআইএম