ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভোরে সিদ্ধিরগঞ্জে টায়ার পুড়িয়ে বিএনপির অগ্নিসংযোগ

উপজেলা প্রতিনিধি | সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ১০:৩২ এএম, ১৫ নভেম্বর ২০২৩

অবরোধের সমর্থনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়কে টায়ার পুড়িয়ে অগ্নিসংযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা। বুধবার (১৫ নভেম্বর) ভোরে ডেমরা-শিমরাইল আঞ্চলিক সড়কে এ অগ্নিসংযোগ করেন তারা।

জানা যায়, ভোর সাড়ে ৬টার দিকে শিমরাইল এলাকায় জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিনের নির্দেশে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি এবং নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের নির্দেশে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল ও শ্রমিকদলের নেতাকর্মীরা কয়েকটি টায়ার পোড়ায়।

এ সময় তারা সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান। তবে কিছুক্ষণ পরই তারা সড়ক থেকে সরে যান। ফলে কোনো যানজটের সৃষ্টি হয়নি।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক জাগো নিউজকে বলেন, যেকোনো নাশকতা এড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। পাশাপাশি নারায়ণগঞ্জ জেলাজুড়ে যান চলাচল স্বাভাবিক। সাধারণ মানুষের নিরাপত্তায় পুলিশ সর্বদা প্রস্তুত আছে।

রাশেদুল ইসলাম রাজু/এসজে/এএসএম