ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বেগমগঞ্জে মোটরসাইকেল মেরামতকারীকে গুলি করে হত্যা

প্রকাশিত: ০৭:১৫ পিএম, ৩০ মার্চ ২০১৬

নোয়াখালীর বেগমগঞ্জের শরীফপুর ইউনিয়নে ফারুক (২৭) নামে এক মোটরসাইকেল মেরামতকারীকে মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত পৌনে ১১টায় শরীফপুরের কামাল চেয়ারম্যানের পুলের কাছে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ফারুকের ভাই মিলন সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে আহত হন। নিহত ফারুক শরীফপুর ইউনিয়নের ব্যাপারী বাড়ির নুরুল আমিনের ছেলে।

বেগমগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) জসিম উদ্দিন জাগো নিউজকে জানান, ফারুক ৬ মাস পূর্বে চৌমুহনী পূর্ব বাজারে ড্রিম হাসপাতালের সামনে মোটরসাইকেল মেরামতের একটি ওয়াকর্শপ দেয়। রাতে প্রতিষ্ঠানটি বন্ধ করে তার আরেক ভাই মিলনকে সঙ্গে নিয়ে শরীফপুরে গ্রামের বাড়িতে ফিরছিলেন।

পথে কামাল চেয়ারম্যানের বাড়ি কাছে পুলের নিকট আসা মাত্রই আগ থেকে ওৎপেতে থাকা ৪/৫ জন তাদের মোটরসাইকেল থামিয়ে মোবাইল ও পকেটে থাকা টাকা নিয়ে নেয়। পরে ফারুকের মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে।

এতে ঘটনাস্থলে ফারুকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড হয়েছে তা তিনি জানাতে পারেননি।

মিজানুর রহমান/বিএ