ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শ্রীপুরে বিএনপির মিছিলে ধাওয়া-পাল্টাধাওয়া, ককটেল বিস্ফোরণ

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০২:১১ পিএম, ১৫ নভেম্বর ২০২৩

গাজীপুরের শ্রীপুরে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল চলাকালে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটা ঘটেছে। এ সময় তিনটি ককটেল বিস্ফোর ঘটানো হয়।

বুধবার (১৫ নভেম্বর) সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেড়াইদেরচালা এলাকার ১ নম্বর সিএন্ডবি বাজারে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ এলে বিএনপির নেতাকর্মীরা মহাসড়ক থেকে সরে যান।

বিএনপির নেতাকর্মীরা জানান, বুধবার সকাল পৌনে ৭টার বেড়াইদেরচালা এলাকায় কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন।

এ সময় আওয়ামী লীগের লোকজন উপস্থিত হন। উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশ এলে বিএনপির নেতাকর্মীরা মহাসড়ক থেকে সরে যান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মোহাম্মদ নাসিম জাগো নিউজকে বলেন, বিএনপির মিছিল-পিকেটিং হচ্ছে এমন খবরে পুলিশ ঘটনাস্থলে যয়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ঘটনাস্থল থেকে সরে যায়।

আমিনুল ইসলাম/এসজে/এএসএম