ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে মহাসড়কের পাশে রাখা মিনিবাসে আগুন

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ১২:২২ পিএম, ১৬ নভেম্বর ২০২৩

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মহাসড়কের দাঁড় করিয়ে রাখা তাকওয়া পরিবহন নামে একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার সফিপুর এলাকার ইবনে সিনা কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও বাসের বেশিরভাগ অংশ পুড়ে গেছে।

আরও পড়ুন: ফরিদপুরে মুক্তিযুদ্ধকালীন থানা কমান্ডারের বাড়িতে আগুন

জানা গেছে, ভোর ৪টার দিকে কয়েকজন যুবক বাসটির পাশে দাঁড়িয়ে ছিল। এর কিছুক্ষণ পর বাসে আগুন জ্বলতে দেখা যায়। তখন স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও বাসটি ততক্ষণে পুড়ে যায়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, দাঁড় করিয়ে রাখা বাসটিতে পেট্রল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

আমিনুল ইসলাম/জেএস/জিকেএস