খেলতে গিয়ে পুকুরে ডুবলো ভাইবোন, একজনের মৃত্যু
ফাইল ছবি
গাইবান্ধার ফুলছড়িতে খেলার সময় পুকুরে ডুবে যায় ভাইবোন। এতে মিরাজ মিয়া (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মিরাজ মিয়া ওই গ্রামের রিপন আহম্মেদ ঝন্টুর ছেলে।
স্বজন ও স্থানীয়রা জানায়, দুপুরের দিকে শিশু মিরাজ মিয়া ও তার ছোটবোন রুকাইয়া আক্তার (৩) বাড়ি পাশের পুকুর পাড়ে খেলাধুলা করছিল। এসময় সবার অজান্তে ভাইবোন পুকুরে ডুবে যায়।
আরও পড়ুন: মরদেহ দেখতে পাশের বাড়িতে গেলেন মা, পুকুরে পড়ে শিশুর মৃত্যু
টের পেয়ে বাড়ির আশপাশের লোকজন দ্রুত পুকুরে নেমে তাদের উদ্ধার করে। তবে এরই মধ্যে মিরাজ মারা যায়। রুকাইয়াকে মুমূর্ষু অবস্থায় গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করান স্বজনরা।
কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোহেল পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন, পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। অপর শিশুকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে স্বজনরা।
শামীম সরকার শাহীন/জেএস//জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চেক জালিয়াতি মামলায় ওয়ারেন্টভুক্ত বিএনপি নেতা গ্রেফতার
- ২ মানিকগঞ্জে আগুনে পুড়লো বিআইডব্লিউটিএ’র গোডাউন
- ৩ রেললাইনে আগুন দিয়ে ৫ ঘণ্টা অবরোধ বিএনপি নেতাকর্মীদের, চরম দুর্ভোগ
- ৪ স্বামীকে হত্যাসহ ১০ মামলার আসামি আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার
- ৫ ফিটনেস-অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়া সেন্টমার্টিনে যাবে না জাহাজ