মালিকের ডিমভর্তি ট্রাকে আগুন দিয়ে ক্ষোভ মেটালেন কর্মচারী
টাকা আত্মসাৎ করায় দুই মাস আগে কর্মচারী রাজু আহম্মেদকে (১৯) কাজ থেকে বাদ দিয়ে দেন ডিম ব্যবসায়ী আবিকুল আহাদ। এতে ক্ষুব্ধ হয়ে আবিকুলের ডিমভর্তি ট্রাকে আগুন দিয়েছেন রাজু। এতে ওই ব্যবসায়ীর পাঁচ লাখ টাকা ক্ষতি হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ইসরাঈল মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাজু আহম্মেদকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার রাজু আহম্মেদ উপজেলার জালমাছমারী গ্রামের তরিকুল ইসলামের ছেলে।
ডিমের দোকানের মালিক আবিকুল আহাদ বলেন, রাজু আমার দোকানের কর্মচারী ছিল। দুইমাস আগে টাকা আত্মসাৎ করে। পরে তাকে কাজ থেকে বাদ দিয়ে দেই। গতরাতে অবরোধের সুযোগ নিয়ে দোকানের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন ধরিয়ে দেয় রাজু। পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখালে পুলিশ তাকে আটক করে। এতে আমার প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে বলেও জানান আবিকুল আহাদ।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ বলেন, এটি কোনো রাজনৈতিক সহিংসতা নয়। অবরোধের সুযোগ নিয়ে তিনি এমনটি করেছেন। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
সোহান মাহমুদ/এসআর/এমএস