নোয়াখালীতে দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত
নোয়াখালীর কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। এ ভোটগ্রহণ চলাকালে কেন্দ্র দখল ও জালভোট দেয়ার কারণে কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের শাহাদাত সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পশ্চিম মোহাম্মদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এছাড়াও রামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড থেকে ১৫টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। 
এদিকে সকাল থেকেই বিভিন্ন ইউনিয়নের ভোটকেন্দ্রগুলোতে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শুরু হলেও বিভিন্ন কেন্দ্রে সাধারণ ওয়ার্ডের সদস্য প্রার্থীর সমর্থক ও কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৩৪টি। এরমধ্যে ৮৪টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে সকাল থেকে র্যাব-বিজিবিসহ অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনী মাঠে দায়িত্ব পালন করছেন।
এফএ/এমএস