পশুর নদীতে ৮০০ টন কয়লাসহ ডুবে গেলো কার্গো জাহাজ
বাগেরহাটের পশুর নদীতে কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে ডুবোচরে আটকে তলা ফেটে ৮০০ মেট্রিক টন কয়লা নিয়ে ডুবে যায় কার্গো জাহাজ ‘এমভি প্রিন্স অব ঘষিয়াখালী’।
বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন মোংলা শাখার সহ-সভাপতি মাইনুল ইসলাম মিন্টু জাগো নিউজকে জানান, মোংলা বন্দরের হাড়বাড়িয়ায় অবস্থানরত একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে কয়লা বোঝাই করে ‘এমভি প্রিন্স অব ঘষিয়াখালী’ যশোরের নওয়াপাড়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। শুক্রবার সকালে জাহাজটি পশুর নদীর পূর্ব পাড়ের অংশে ডুবোচরে আটকে যায়। এতে তলা ফেটে গেলে জাহাজটি বাঁচাতে মাস্টার (চালক) দ্রুত চালিয়ে চরে উঠিয়ে দেন। তারপরও শেষ রক্ষা হয়নি। ভাটায় জাহাজের সামনের ও পেছনের অংশ দেখা গেলেও জোয়ারের সময় ডুবে থাকছে বেশিরভাগ অংশ।

তবে জাহাজটিতে থাকা ১২ জন স্টাফ তাৎক্ষণিকভাবে সাঁতরিয়ে কূলে উঠতে সক্ষম হন বলেও জানান লাইটারেজ শ্রমিক ইউনিয়নের এ নেতা।
জাহাজটির মালিক বশির হোসেন বলেন, ডুবোচরে আটকে তলা ফেটে যাওয়ায় জাহাজটি ডুবে গেছে। এতে আমার বিশাল অংকের আর্থিক ক্ষতি হয়ে গেলো।
আবু হোসাইন সুমন/এনআইবি/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ