ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ, কনের বাবার জরিমানা

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৮:৪৪ পিএম, ১৭ নভেম্বর ২০২৩

ফরিদপুরের সালথায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহের আয়োজন ভেস্তে গেছে। একই সঙ্গে কনের বাবাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা প্রশাসন সু্ত্রে জানা যায়, শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামে অষ্টম শ্রেণির এক ছাত্রীর বাল্য বিবাহের আয়োজন চলছিলো। পরে ঘটনাস্থলে গিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহাদাৎ হোসেন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিবাহ বন্ধ করেন। এছাড়া বাল্যবিবাহের আয়োজন করায় কনের বাবাকে জরিমানা করা হয়। মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে দিবেনা মর্মে মুচলেকাও নেওয়া হয়।

এসময় সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শেখ সাদিকসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শাহাদাৎ হোসেন বলেন, বাল্যবিবাহ দেশ ও জাতির জন্য অভিশাপ। একজন স্কুল ছাত্রীর বাল্যবিবাহের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিয়েটি বন্ধ করা হয়। মেয়ের পিতার কাছ থেকে পরবর্তীতে এ ধরনের কার্যক্রমে জড়িত হবেন না মর্মে মুচলেকা গ্রহণ করা হয়েছে। বাল্যবিবাহ রোধকল্পে প্রশাসনের এধরনের অভিযান অব্যাহত থাকবে।

এন কে বি নয়ন/এনআইবি/এএসএম