ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাইবান্ধা শহর পরিচ্ছন্নতায় একঝাঁক শিক্ষার্থী

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ১১:৪৮ এএম, ১৮ নভেম্বর ২০২৩

গাইবান্ধা শহর পরিচ্ছন্নতায় অভিযানে নেমেছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ‘গাইবান্ধা ইয়ুথ অর্গানাইজেশন’। ‘পরিষ্কার পরিচ্ছন্ন গাইবান্ধা’- স্লোগানকে সামনে রেখে তারা এ অভিযান চালায়।

শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে গাইবান্ধা রেলস্টেশন চত্বরে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেন গাইবান্ধা ইয়ুথ অর্গানাইজেশনের সদস্যরা।

আরও পড়ুন: খেলতে গিয়ে পুকুরে ডুবলো ভাইবোন, একজনের মৃত্যু

jagonews24

সংগঠনটির ১৫ জন স্বেচ্ছাসেবক এসময় শহরের পরিবেশ রক্ষায় যথাস্থানে ময়লা আবর্জনা ফেলার জন্য সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করেন।

গাইবান্ধা ইয়ুথ অর্গানাইজেশনের পরিচালক মো. জিহাদ আকন্দ বলেন, সচেতনতার অভাবে আমরা নিজেরাই এই শহরকে নোংরা করছি। ময়লা আবর্জনা ফেলার জন্য শহরে জনবহুল এলাকায় ডাস্টবিন থাকলেও আমরা সেটি ব্যবহার না করে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে পরিবেশ দূষিত করছি। আমাদের সংগঠনের লক্ষ্য পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে সবাইকে সচেতন করা ও গাইবান্ধাকে একটি বাসযোগ্য শহরে পরিণত করা।

শামীম সরকার শাহীন/জেএস/এমএস