ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শেরপুরে আ.লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট আটক

প্রকাশিত: ০৭:১৪ এএম, ৩১ মার্চ ২০১৬

শেরপুরের নকলা উপজেলায় সরকার সমর্থিত আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর কাজল মিয়া নামের এক এজেন্টকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ভোটারদের জোড়পূর্বক ভোট প্রদানে বাধ্য করার অভিযোগে তাকে আটক করা হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোখলেছুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, নকলা উপজেলার উরফা ইউনিয়নের রাণী শিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। ভোট কেন্দ্রে ভোটাদের জোড়পূর্বক প্রদান ও বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছিলেন তিনি।

অন্যদিকে, একই ইউনিয়ন পরিষদে সরকার সমর্থিতদের ভোট কারচুপির অভিযোগ এনে বেলা ১১টা দিকে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী  রুস্তম আলী।

হাকিম বাবুল/আরএস/এবিএস

আরও পড়ুন