ঘূর্ণিঝড় মিধিলি প্রভাবে কুমিল্লায় প্রাণ গেলো ২ জনের
ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ঘরের ওপর গাছ পড়ে কুমিল্লার লালমাইতে দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) বিকেলে জানাজা শেষে তাদের দাফন করা হয়।
গেলো শুক্রবার রাতে উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের ধানোরা গ্রামে এ ঘটনা ঘটে। তবে ঘূর্ণিঝড়ের কারণে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ ও মোবাইল নেটওয়ার্ক না থাকায় শনিবার বিকেলে মৃত্যুর বিষয় জানাজানি হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌমিতা দাস জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- বেলঘর দক্ষিণ ইউনিয়নের ধানোরা গ্রামের বাসিন্দা মো. ইয়াসিন (৪৫) এবং পার্শ্ববর্তী বাড়ির আনোয়ারা বেগম (৭০)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাস বলেন, মিধিলির প্রভাবে ঝড়-বৃষ্টি হয়। শুক্রবার দিনগত রাত ৩টার দিকে ইয়াছিন ও আনোয়ারা বেগমের ঘরের ওপর গাছ উপড়ে পড়ে। ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ না থাকায় এবং মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হওয়ায় শনিবার দুপুরে মৃত্যুর বিষয়টি আমরা জানতে পারি। খবর পেয়ে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রাথমিকভাবে প্রত্যেক পরিবারকে নগদ ২০ হাজার টাকা দেওয়া হয়।
জাহিদ পাটোয়ারী/এসজে