ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হিলিতে ভারতীয় ট্যাবলেট জব্দ

প্রকাশিত: ০৯:৩৭ এএম, ৩১ মার্চ ২০১৬

হিলিতে অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ আমদানি নিষিদ্ধ সেনেগ্রা ৬ হাজার ৪০০ পিস এবং নিউসিপ ৩৯ হাজার ৫০০ পিস ট্যাবলেট আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার গভীর রাতে জয়পুরহাট ৩ ব্যাটালিয়নের অধীনে হিলি আইসিপি কোম্পানি সদর ক্যাম্পের সদস্যরা এগুলো আটক করে।

বিজিবির হিলি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল মান্নান জানান, বুধবার গভীর রাতে (হিলি) হাকিমপুর উপজেলার ধরন্দা (ফকিরপাড়পা) এলাকা দিয়ে এক দল চোরাকারবারি উক্ত পণ্যগুলো সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশ করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্যাবলেটগুলো ফেলে তারা পালিয়ে যায়। পরে দুইটি সারের বস্তায় রাখা ট্যাবলেটগুলো উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে। এ ব্যাপারে কাউকে আটক করা যায়নি। পরে উদ্ধারকৃত মালামালগুলো জয়পুরহাট ৩ বিজিবিতে জমা দেয়া হয়।

এ ব্যাপারে জানতে চাইলে জয়পুরহাট ৩ ব্যাটালিয়নের (ভারপ্রাপ্ত) পরিচালক মেজর এম আশরাফ আলী পিপিএম বলেন, চোরাচালান প্রতিরোধে এ রকম অভিযান আমাদের অব্যাহত থাকবে। আটক মালগুলোর আনুমানিক মূল্য প্রায় ১৮ লাখ টাকা।

এমদাদুল হক মিলন/এসএস/এমএস