ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কিশোরগঞ্জে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ০২:১৩ পিএম, ২০ নভেম্বর ২০২৩

৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে কিশোরগঞ্জ জেলা বিএনপি। সোমবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে শহরের নগুয়া হাসমত উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এ বিক্ষোভ মিছিল করেন তারা।

এসময় তারা অবিলম্বে ঘোষিত তফসিল বাতিল দাবিতে স্লোগান দেয়। মিছিল থেকে কিশোরগঞ্জবাসীকে হরতাল পালন করার আহ্বান জানান। এক তরফা নির্বাচন জনগণ মানে না বলেও স্লোগান দেন নেতাকর্মীরা। তবে ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগে তারা সটকে পড়েন।

মিছিলে কিশোরগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোশতাক আহমেদ শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ্ কায়সার শহীদ, জেলা যুবদলের শ্রমিক দলের সাধারণ সম্পাদক দিদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলম, পৌর যুবদলের আহ্বায়ক আলমগীর হোসাইন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম চপল, সদর যুবদলের সদস্য সচিব শাহ আলম, জেলা ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক মনিরুল হাসান জেনি উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: নেত্রকোনায় পিকআপে আগুন, বিএনপির ১৮৫ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

এর আগে সকালে কিশোরগঞ্জ- করিমগঞ্জ সড়কে টায়ার জ্বালিয়ে মিছিল করে বিএনপির নেতাকর্মীরা। মিছিলে জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সমুনের নেতৃত্বে নেতাকর্মীরা অংশ নেন। এছাড়া জেলার বেশকিছু স্থানে রাস্তায় হরতালের সমর্থনে মিছিল করেছে বিএনপি-জামায়াতে নেতাকর্মীরা।

তবে হরতালে কিশোরগঞ্জে এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলে স্বাভাবিক ছোট ছোট যানবাহন চলাচল।

এসকে রাসেল/জেএস/জেআইএম