প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ক্ষমতাসীন দলের নেতারা!
ইউনিয়ন পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনে ভোটগ্রহণের কাজে বগুড়ার সোনাতলায় ক্ষমতাসীন দলের নেতাদের দায়িত্ব প্রদানের ঘটনায় সাধারণ ভোটারদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, মধুপুর ইউনিয়নে সোনাতলা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি কলেজের সরকার দলীয় অধিকাংশ শিক্ষককে এই ইউনিয়নে ভোটগ্রহণের দায়িত্ব দেয়া হয়েছে।
এদের মধ্যে রয়েছেন, দড়িহাসরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হিসেবে বালুয়াহাট ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল আজিজ, শালিখা উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার হিসেব সোনাতলা উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক রুহুল আমিন এবং তেকানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে ছাত্রলীগ নেতা নয়ন মিয়াকে দায়িত্ব দেয়া হয়। আর এসব কারণেই সোনাতলার ৬টি ইউনিয়নের বেশির ভাগেই ভোট কারচুপি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এফএ/পিআর