ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নীলফামারী

ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জেলা প্রতিনিধি | নীলফামারী | প্রকাশিত: ১২:২০ পিএম, ২২ নভেম্বর ২০২৩

নীলফামারীর সৈয়দপুরে ধানবোঝাই ট্রলি-মোটরসাইকেলের সংঘর্ষে জ্যোতি রায় (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে সাইল্যার মোড় পীরপাড়া সড়কের গাড়ারডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জ্যোতি রায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বাসিন্দা ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।

আরও পড়ুন: বগুড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো অটোচালকের

পুলিশ ও স্থানীয়রা জানায়, মোটরসাইকেল আরোহী জ্যোতি রায় ওই সড়ক দিয়ে দিনাজপুর যাচ্ছিলেন। অন্য দিক থেকে ধানবোঝাই ট্রাক আসছিল। গাড়ারডাঙ্গা এলাকায় ধানবোঝাই ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তার মৃত্যু হয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ট্রলিটি জব্দ করা গেলেও পালিয়ে গেছেন চালক।

জেএস/এএসএম