ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খুলনায় ২০ অতিথি পাখি উদ্ধার, জরিমানা গুনলেন শিকারি

নিজস্ব প্রতিবেদক | খুলনা | প্রকাশিত: ০২:৪৮ পিএম, ২২ নভেম্বর ২০২৩

খুলনার ডুমুরিয়ায় অতিথি পাখি শিকারের দায়ে সরোয়ার গাজী নামের এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে পাখিগুলোকে আকাশে অবমুক্ত করা হয়।

বুধবার (২২ নভেম্বর) দুপুরে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান।

খুলনায় ২০ অতিথি পাখি উদ্ধার, জরিমানা গুনলেন শিকারী

ওসি বলেন, বেলা সাড়ে ১১টার দিকে আড়ংঘাটা বাইপাস সড়কে টহলের সময় ১৯টি ডোমকুর ও একটি বালি হাঁসসহ সরোয়ার গাজীকে আটক করা হয়। পরে ডুমুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি-অ্যাসিল্যান্ড) এসএম আশিস মোমতাজ পাখি বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

অ্যাসিল্যান্ড বলেন, ২০টি অতিথি পাখি শিকারের দায়ে একজনকে বণ্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অতিথি পাখিগুলোকে ঘোড়ার দ্বারা স্লুইচগেট এলাকায় অবমুক্ত করা হয়।

আলমগীর হান্নান/এসজে/জেআইএম