খুলনায় ২০ অতিথি পাখি উদ্ধার, জরিমানা গুনলেন শিকারি
খুলনার ডুমুরিয়ায় অতিথি পাখি শিকারের দায়ে সরোয়ার গাজী নামের এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে পাখিগুলোকে আকাশে অবমুক্ত করা হয়।
বুধবার (২২ নভেম্বর) দুপুরে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান।

ওসি বলেন, বেলা সাড়ে ১১টার দিকে আড়ংঘাটা বাইপাস সড়কে টহলের সময় ১৯টি ডোমকুর ও একটি বালি হাঁসসহ সরোয়ার গাজীকে আটক করা হয়। পরে ডুমুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি-অ্যাসিল্যান্ড) এসএম আশিস মোমতাজ পাখি বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
অ্যাসিল্যান্ড বলেন, ২০টি অতিথি পাখি শিকারের দায়ে একজনকে বণ্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অতিথি পাখিগুলোকে ঘোড়ার দ্বারা স্লুইচগেট এলাকায় অবমুক্ত করা হয়।
আলমগীর হান্নান/এসজে/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাতের আঁধারে সরকারি রাস্তা দখল করে দোকান নির্মাণের অভিযোগ
- ২ টানা ৪১ দিন জামায়াতে নামাজ আদায় করে বাইসাইকেল পেলো ৩৫ শিশু-কিশোর
- ৩ নিঃশর্ত ক্ষমা চেয়ে সেই চিকিৎসক বললেন ‘আমারও বেয়াদবি হয়েছে’
- ৪ ফরিদপুরে ক্যানসারের অস্ত্রোপচার করলেন ওটি বয়, হাসপাতাল সিলগালা
- ৫ ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল