ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিবসহ আটক ২

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৪:০৫ পিএম, ২২ নভেম্বর ২০২৩

ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব একে কিবরিয়া স্বপনসহ দুজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২২ নভেম্বর) সকালে শহরের পূর্বাভাসপুর থেকে তাদের আটক করা হয়।

এর আগে সকালে শহরের গোয়ালচামটের ফরিদপুর-ঢাকা মহাসড়কে একটি মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা। শ্রী অঙ্গনের সামনে থেকে বের হয়ে মিছিলটি খোদা বক্স সড়কে গিয়ে শেষ হয়। মিছিল শেষে ফেরার পথে জেলা বিএনপির সদস্যসচিব একে কিবরিয়া স্বপন ও মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ভিপি ইউসুফকে আটক করে পুলিশ।

jagonews24

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে সকাল ১০টার দিকে অবরোধের সমর্থনে শহরের কোট চত্বরে মহানগর কৃষক দলের সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলে মহানগর কৃষকদলের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম রকি, সহ-সভাপতি শেখ হারুন, যুগ্ম-সম্পাদক মতিয়ার হোসেন আরজু, সহ-সম্পাদক খান মুঞ্জু, দফতর সম্পাদক আবু সাইদ, সহ-সাংগঠনিক সম্পাদক রানা ইসলাম সুমন ও ছাত্রদল নেতা সাইদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এন কে বি নয়ন/আরএইচ/জিকেএস