ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরা পুলিশ লাইনে এসআইয়ের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৩:৩০ পিএম, ২৩ নভেম্বর ২০২৩

সাতক্ষীরা পুলিশ লাইনে সদ্য যোগদানকারী এক উপ-পরিদর্শকের (এসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে পুলিশ লাইনসের ব্যারাকের দোতলার একটি ঘরের সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত উপপরিদর্শক মো. আজাহার আলী যশোরের রাজারহাট এলাকার বাসিন্দা। গত ১৪ নভেম্বর নড়াইল জেলা থেকে বদলি হয়ে তিনি সাতক্ষীরা পুলিশ লাইনে যোগদান করেন।

সাতক্ষীরা পুলিশ লাইনের আরও লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

আহসানুর রহমান রাজীব/এফএ/জেআইএম