সাতক্ষীরায় মাদরাসা সুপারকে কুপিয়ে হত্যা
প্রতীকী ছবি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগর মহিলা দাখিল মাদরাসার সুপার মাওলানা বাবুল আক্তারকে (৪৬) কুপিয়ে হত্যা করেছে নৈশ প্রহরী আবুল কালাম গাজী। বৃহস্পতিবার বিকেলে মাদরাসা সংলগ্ন এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, মাদরাসা সুপার আবুল কালাম গাজীকে দফতরী পদে চাকরি দিয়ে নৈশ প্রহরীর কাজ করাতো। সম্প্রতি দফতরী পদে অন্য একজনকে নিয়োগ দেন মাদরাসা সুপার। এতে ক্ষিপ্ত হয়ে তিনি এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটায়।
শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, মাদরাসা ছুটি দিয়ে বাড়ি যাওয়ার পথে নৈশ প্রহরী আবুল কালাম গাজী মাদরাসা সুপার বাবুল আক্তারকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। এরপর তিনি পালিয়ে যান।
তিনি আরো জানান, মরহেদ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকারীকে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।
এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি
- ২ শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন
- ৩ ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
- ৪ জামায়াত প্রার্থী শিশির মনিরের নির্বাচনি প্রচারের গাড়ি ভাঙচুর
- ৫ জনগণের রায়ে যারা জিততে পারবে না, তারাই সহিংসতার পথ বেছে নিচ্ছে