ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জয়পুরহাট

ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় ছাত্রদল নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি | জয়পুরহাট | প্রকাশিত: ১২:১৩ পিএম, ২৪ নভেম্বর ২০২৩

জয়পুরহাট সদরে পাথরবোঝাই ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় নাহিদ হোসেন নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার (২৪ নভেম্বর) সকালে জয়পুরহাট র‍্যাব ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে সদর উপজেলার চৌমুহনী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নাহিদ হোসেন সদর উপজেলার আমদই ইউনিয়ন বিএনপির সভাপতি ও কাদোয়া ঢোলপাড়ার মোস্তাফিজুর রহমানের ছেলে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক বলেন, ১৬ নভেম্বর ভোরে পুরানাপৈল গতনশহর এলাকায় পাথরবোঝাই একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় একটি মামলা হয়। মামলার এজাহারনামীয় আসামি নাহিদ হোসেন আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার রাতে চৌমুহনী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

এসজে/জিকেএস