ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষীর্থীসহ নিহত ২

প্রকাশিত: ০৪:১৬ পিএম, ৩১ মার্চ ২০১৬

ফরিদপুরে পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলা কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে হঠাৎ বজ্রপাতে হাসান মোল্লার (১৬) মৃত্যু হয়।

কৃষ্ণনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিদ্দিক মোল্লা জানান, নিহত হাসান ওই গ্রামের জাবের মোল্লার ছেলে। সে এ বছর কৃষ্ণনগর হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল বলেও জানান তিনি।

অপরদিকে, নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের শ্যামল কুমার (৪০) নামে এক কাঠ মিস্ত্রি বজ্রপাতে নিহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় শ্যামল কুমার নগরকান্দা বাজার থেকে কাজ শেষ হেটে বাড়ি যাওয়ার পথে বজ্রপাতের ঘটনা ঘটে। সে সময় তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত শ্যামল কুমার চরযশোরদী গ্রামের মৃত শান্তি কুমারের ছেলে।

এস.এম. তরুন/এআরএ/আরআইপি