ময়মনসিংহ বিভাগে আ.লীগ ৪১, বিএনপি ৪, অন্যান্য ১৩
২য় ধাপে ময়মনসিংহ বিভাগের ৬০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগ পেয়েছে ৪১টি ইউনিয়ন। এছাড়া ধানের শীষ প্রতীকে বিএনপি পেয়েছে ৪টি ও স্বতন্ত্র পেয়েছে ১৩টি ইউনিয়ন। এছাড়া ময়মনসিংহে একটি ও জামালপুরের একটি ইউনিয়নে ফলাফল স্থগিত করা হয়েছে।
ময়মনসিংহের ২০টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জামালপুর সদর ও মেলান্দহ উপজেলায় ২৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনার আটপাড়ার ৭টি ও মদন উপজেলার ৮টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকাল ৮টায় এসব জেলার কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। এরপর ভোট গণনা চলে রাত পর্যন্ত। বিস্তারিত পড়ুন আমাদের প্রতিনিধিদের পাঠানো নিউজে
ময়মনসিংহে আ.লীগ ১০, ৮টিতে বিদ্রোহী ও বিএনপি ১
ময়মনসিংহ থেকে আতাউল করিম খোকন
ময়মনসিংহ জেলার তারাকান্দা ও গৌরীপুর উপজেলার ১০টি করে মোট ২০টি ইউনিয়ন পরিষদের অনুষ্ঠিত নির্বাচনে (দ্বিতীয় ধাপের) আওয়ামী লীগ ১০টি ও আওয়ামী লীগ বিদ্রোহী ৮টি ও বিএনপি ১টি চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছে। তারাকান্দায় ১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনী ফলাফল স্থগিত রয়েছে।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ টিতে আ’লীগ ও ৪ টিতে আ’লীগ বিদ্রোহী প্রার্থী ক্ষিজয়ী ও একটি ইউনিয়নের ফলাফল স্থগিত রয়েছে।
বিজয়ীরা হলেন তারাকান্দা ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী আব্দুল জব্বার (আনারস), বানিহালা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আবুল হাসনাত আছমত (নৌকা), কাকনি ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী মো. মশিউর রহমান রিপন (নৌকা), গালাগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী মো. জিয়াউলহক (চশমা), বালিখা ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী মো. রেজাউল করিম (চশমা), ঢাকুয়া ইউনিয়নে আ’লীগ বিদ্রোহী মো. মেজবাহ উদ্দিন মন্ডল (ঘোড়া), রামপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মদন চন্দ্র সিং রায় (নৌকা), কামারগাঁও ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী মো. রফিকুল ইসলাম (নৌকা) ও বিসকা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আব্দুস ছালাম মন্ডল (নৌকা)। এছাড়া একটি কেন্দ্রে গোলযোগের ফলে কামারিয়া ইউনিয়নের ফলাফল স্থগিত রয়েছে।
গৌরীপুর উপজেলার ১০টি ইউপি’র মধ্যে ৫টি ’তে আওয়ামী লীগ ও ৫টিতে আ. লীগ বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছে। বিজয়ীরা হচ্ছে: ১নং মইলাকান্দা ইউনিয়নে রিয়াদুজ্জামান রিয়াদ (ধানের শীষ, বিএনপি), ২নং গৌরীপুর ইউনিয়নে মো. আনোয়ার হোসেন (ঘোড়া, আ’লীগ বিদ্রোহী), ৩নং অচিন্তপুর ইউনিয়নে শহিদুল ইসলাম অন্তর (নৌকা, আ’লীগ), ৪নং মাওহা ইউনিয়নে রমিজ উদ্দিন স্বপন (চশমা, আ’লীগ বিদ্রোহী), ৫নং সহনাটী ইউনিয়নে আব্দুল মান্নান (নৌকা, আ’লীগ), ৬নং বোকাইনগর ইউনিয়নে মো. হাবিব উল্লাহ (নৌকা, আ’লীগ), ৭নং রামগোপালপুর ইউনিয়নে আব্দুল্লাহ আল আমিন জনি (আনারস, আ’লীগ বিদ্রোহী),
৮নং ডৌহাখলা ইউনিয়নে মো. শহিদুল ইসলাম (নৌকা, আ’লীগ) ৯নং ভাংনামারী ইউনিয়নে মফিজুন নুর খোকা (মোটর সাইকেল, আ’লী বিদ্রোহী), ১০নং সিধলা ইউনিয়নে জয়নাল আবেদিন (নৌকা, আ’লীগ)।
জামালপুরে আ.লীগ ২১, স্বতন্ত্র ৩ ও ফলাফল স্থগিত ১
জামাল পুর থেকে শুভ্র মেহেদী
জামালপুর সদর ও মেলান্দহ উপজেলায় ২৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ১২জন আওয়ামী লীগ মনোনিত ও ৩ জন স্বতন্ত্র (আ.লীগের বিদ্রোহী) চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন। এছাড়াও নয়ানগর ইউনিয়নের দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত থাকায় নির্বাচনের ফলাফল ঘোষণা বন্ধ রাখা হয়েছে।
বিজয়ী প্রার্থীরা হলেন, জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নে শেখ মাহবুবুর রহমান (আ.লীগ), শরিফপুর ইউনিয়নে আলম আলী (আ.লীগ), লক্ষ্মীরচর ইউনিয়নে আফজাল হোসেন বিদ্যুৎ (আ.লীগ), তুলশীরচর ইউনিয়নে শহিদুল্লাহ (আ.লীগ), ইটাইল ইউনিয়নে হাফিজুর রহমান (আ.লীগ), নরুন্দি ইউনিয়নে শাহ্জাহান আলী (স্বতন্ত্র, আ.লীগ বিদ্রোহী), বাঁশচড়া ইউনিয়নে আব্দুল জলিল (আ.লীগ), রানাগাছা ইউনিয়নে আব্দুল জলিল(আ.লীগ), শ্রীপুর ইউনিয়নে আজিজুল হক (আ.লীগ), শাহবাজপুর ইউনিয়নে আয়ুব আলী খান(আ.লীগ), তিতপল্লা ইউনিয়নে হারুনুর রশিদ (স্বতন্ত্র, আ.লীগ বিদ্রোহী), মেষ্টা ইউনিয়নে জামিনুর ইসলাম তালুকদার (আ.লীগ), দিগপাইত ইউনিয়নে মিজানুর রহমান (আ.লীগ) ও রশিদপুর ইউনিয়নে আব্দুল্লাহ আল মামুন(আ.লীগ), ঘোড়াধাপ ইউনিয়নে দ্বীন আমিন (স্বতন্ত্র, আ.লীগ বিদ্রোহী)।
অন্যদিকে মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নে মোহাম্মদ আলী জিন্নাহ (আ.লীগ), ঝাউগড়া ইউনিয়নে আব্দুর রাজ্জাক চৌধুরী (আ.লীগ), ঘোষেরপাড়া ইউনিয়নে ওবায়দুর রহমান (আ.লীগ), নাংলা ইউনিয়নে মাহফুজুল হক (আ.লীগ), ফুলকোচা ইউনিয়নে মোমিনুল ইসলাম (আ.লীগ), চরবানি পাকুরিয়া ইউনিয়নে শাহাদৎ হোসেন (আ.লীগ) শ্যামপুর ইউনিয়নে সিরাতুজ্জামান (আ.লীগ), আদ্রা ইউনিয়নে ফজলুল করিম (আ.লীগ), ও কুলিয়া ইউনিয়নে আব্দুস সালাম (আ.লীগ) চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
এছাড়াও নয়ানগর ইউনিয়নে দুটি ভোট কেন্দ্র স্থগিত থাকায় ফলাফল ঘোষণা করা হয়নি।
নেত্রকোনায় আ.লীগ ১০, বিএনপি ৩ ও অন্যান্য ২
আটপাড়ার ৭টিতেই আওয়ামী লীগের জয়
নেত্রকোনা থেকে কামাল হোসাইন
দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নিবার্চনে নেত্রকোনার আটপাড়া উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে সবকটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।
বিজয়ীরা হচ্ছেন, স্বমাশিয়া ইউনিয়নে আব্দুস সাত্তার, শুনুই ইউনিয়নে সানোয়ারুদ্দিন চৌধুরী, লুন্বেশ্বর ইউনিয়নে মাহফুজুল হক, বানিয়াজান ইউনিয়নে ফেরদৌস রানা আনজু, তেলীগাতি ইউনিয়নে জাহাঙ্গীর হাসান, দুওজে ইউনিয়নে সেলিম খান ও সুখারি ইউনিয়নে কফিল উদ্দিন খোকন তালুকদার।
মদনে আ.লীগ ৩ বিএনপি ৩ স্বতন্ত্র ২
দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে বৃহস্পতিবার নেত্রকোনার মদন উপজেলার ৮ ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ ৩, বিএনপি ৩ ও স্বতন্ত্র ২টিতে বেসরকারিভাবে জয়ী হয়েছে।
এর মধ্যে যারা নির্বাচিত হয়েছেন- ১নং কাইটাইল ইউনিয়নে আওয়ামী লীগের মো. সাফায়াত উল্লাহ, নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. আবু তাহের আজাদ, ২নং চানগাঁও ইউনিয়নে বিএনপির মো. নূরুল আলম তালুকদার, নিকটতম স্বতন্ত্র (বিএনপি) একেএম শোয়েব উদ্দিন মিন্টু, ৩নং মদন ইউনিয়ন স্বতন্ত্র (বিএনপি) বদরুজ্জামান শেখ মানিক, নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (বিএনপি) মো. সাইদুর রহমান, ৪নং গোবিন্দশ্রী ইউনিয়নে আওয়ামী লীগের এ কে এম নুরুল ইসলাম, নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. জহিরুল ইসলাম, ৫নং মাঘান ইউনিয়নে আওয়ামী লীগের জিএম শামসুল আলম চৌধুরী, নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (আওয়ামী লীগ) মো. জহিরুল ইসলাম মাসুদ, ৬নং তিয়শ্রী ইউনিয়নে স্বতন্ত্র (বিএনপি) ফখর উদ্দিন আহমেদ, নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. রুহুল আমিন, ৭নং নায়েকপুর ইউনিয়নে বিএনপির মো. আতিকুর রহমান, নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (বিএনপি) মো. ফখরুল ইসলাম খান, ৮নং ফতেপুর ইউনিয়নে বিএনপির রফিকুল ইসলাম চৌধুরী নিটকতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (বিএনপি) সামিউল হায়দার সফি।
এসএইচএস/আরআইপি