ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে ৬টিতে আওয়ামী লীগ, ২টিতে বিএনপি জয়ী

প্রকাশিত: ০৭:২১ পিএম, ৩১ মার্চ ২০১৬

সিরাজগঞ্জ সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০টি মধ্যে ৬টি আওয়ামী লীগ, ২টি বিএনপি মনোনীত প্রার্থী জয়লাভ করেছে। অপর ২টির মধ্যে ১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি কেন্দ্র স্থগিত হবার কারনে ফলাফল ঘোষণা করা হয়নি এবং অপরটি সীমানা বিরোধকে কেন্দ্র করে হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকায় নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

এদিকে আওয়ামী লীগের পাওয়া ৬টি ইউনিয়নের মধ্যে ৫টিতে সরাসরি ও একটিতে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছে।

মেছড়া ইউনিয়ন: আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল মজিদ নৌকা প্রতীক নিয়ে ৫ হাজার ৩৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী আলম শেখ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৩৮৩ ভোট।

কালিয়া হরিপুর ইউনিয়ন: আওয়ামী লীগ মনোনীত আব্দুল সবুর খান বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৮ হাজার ২১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আনিসুর রহমান ধানের শীষ নিয়ে পেয়েছেন ৮ হাজার ১৪৯ ভোট।

বাগবাটি ইউনিয়ন : আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম নৌকা প্রতীক নিয়ে ২৩ হাজার ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল আওয়াল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮৯০ভোট।

খোকশাবাড়ি ইউনিয়ন : আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাশেদুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে ৭ হাজার ১৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে স্বতন্ত্র থেকে নির্বাচন করা মঞ্জুর রহমান বকুল পেয়েছেন ৫ হাজার ৬১৮ ভোট।

ছোনগাছা ইউনিয়ন: আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহীদুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে ১৭ হাজার ৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী আব্দুস সালাম ধানের শীষে নিয়ে পেয়েছেন ৩ হাজার ৫৯ ভোট।

কাওয়াখোলা ইউনিয়ন: আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল আলিম ভুইয়া নৌকা প্রতীক নিয়ে ৪ হাজার ৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী শাহাদত হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৯৩৭ ভোট।

শিয়ালকোল ইউনিয়ন: বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মান্নান ধানের শীষ প্রতীক নিয়ে ১০ হাজার ৯৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম আজম তালুকদার বাবলু নৌকা প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৯৫৬ ভোট।

বহুলী ইউনিয়ন: বিএনপি মনোনীত প্রার্থী রুহুল আমিন সরকার ধানের শীষ প্রতীক নিয়ে ৯ হাজার ৬৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হায়দার আলী নৌকা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৯৩৪ ভোট।

রতনকান্দি ইউনিয়ন: আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম মোস্তফা খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সয়দাবাদ ইউনিয়ন: হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকায় নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

বাদল ভৌমিক/একে/আরআইপি