মনোনয়ন ঘোষণার পর
মাদারীপুরে আওয়ামী লীগের দু’পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া, আহত ২
দলীয় মনোনয়ন ঘোষণার পর মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগের দুপক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত দুজন।
রোববার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কালকিনি থানার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- এনায়েতনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল সালাম সত্তার ও মো. সাব্বির মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং বর্তমান সংসদ সদস্য ড. আবদুস সোবহান গোলাপ মিয়াকে মাদারীপুর-৩ আসনে নৌকার প্রার্থী ঘোষণা করা হয়। এর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগমের কর্মী-সমর্থক ও উপজেলা আওয়ামী লীগের একাংশ।
দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি কালকিনির পুরানবাজার গিয়ে, আবার ফিরছিল একইস্থানে। বিক্ষোভ মিছিলটি থানার মোড় এলাকায় এলে বর্তমান সংসদ সদস্য ড. আবদুস সোবহান গোলাপের অনুসারী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লোকমান সরদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে হামলা চালানো হয়। এতে আহত হন দুজন। এ খবর ছড়িয়ে পড়লে উপজেলা আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ঘটে। পরে উপজেলা প্রশাসন ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নামজুল হোসেন জাগো নিউজকে বলেন, দুপক্ষের উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ধাওয়া-পাল্টাধাওয়া হলেও বড় ধরনের সমস্যা সৃষ্টি হয়নি। ঘটনাস্থল থেকে দুপক্ষকে সরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক।
আয়শা সিদ্দিকা আকাশী/এসজে/জেআইএম