ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কিশোরগঞ্জে পণ্যবোঝাই ট্রাকে আগুন

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ০১:১৯ পিএম, ২৭ নভেম্বর ২০২৩

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পণ্যবোঝাই এক ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২৬ নভেম্বর) দিনগত রাত দেড়টার দিকে পৌরসভার কুলিয়ারচর-দ্বাড়িয়াকান্দি সড়কের ফায়ার সার্ভিস অফিসের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রোববার দিনগত রাত দেড়টার দিকে পৌরসভার কুলিয়ারচর-দ্বাড়িয়াকান্দি সড়কের ফায়ার সার্ভিস অফিসের সামনে পণ্যবোঝাই একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণ করে।

আরও পড়ুন: ময়মনসিংহে বাস-রেললাইনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলো ট্রেন

কুলিয়ারচর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর রাকিবুল ইসলাম ভূঁইয়া বলেন, ৯৯৯ কল পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এসকে রাসেল/জেএস/জিকেএস