ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফেনী সীমান্তে মাঠে পড়ে ছিল মরদেহ

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০২:৫১ পিএম, ২৮ নভেম্বর ২০২৩

ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট খেজুরিয়া সীমান্তবর্তী এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (৬৫) মরদেহ উদ্ধার করেছে বিজিবি।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সীমান্তের আনুমানিক ৪০০ গজ অদূরে মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিজিবির খেজুরিয়া ক্যাম্প কমান্ডার ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি থানায় হস্তান্তর করা হয়েছে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশিম বলেন, মরদেহটি পাগল অথবা মস্তিষ্ক বিকৃত ব্যক্তির বলে ধারণা করা হচ্ছে।

 

আবদুল্লাহ আল-মামুন/এসআর/জিকেএস