ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শরীয়তপুরে ইসি আলমগীর

নির্বাচনের নীতিমালা মিডিয়াবান্ধব করা হয়েছে

জেলা প্রতিনিধি | শরীয়তপুর | প্রকাশিত: ০৬:১৬ পিএম, ২৮ নভেম্বর ২০২৩

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, দেশীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য নির্বাচন কমিশনের ভিন্ন ভিন্ন নীতিমালা রয়েছে। এই নির্বাচনে নীতিমালার পরিবর্তন হয়নি, শুধু আপডেট করা হয়েছে। যা মিডিয়াবান্ধব নীতিমালা। মিডিয়াকর্মীরা সেসমস্ত সুযোগ সুবিধা পাবেন।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে শরীয়তপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে একাধিকবার নির্বাচনে আসার জন্য বলা হয়েছে। তারা যদি নির্বাচনে আসতে চায় তাহলে আগামী ৩০ নভেম্বরের আগে জানাতে হবে। নির্বাচন কমিশন থেকে নির্বাচনের তারিখ পেছানো হবে না। যে শিডিউল করা হয়েছে তা অপরিবর্তিত থাকবে। যদি বিএনপি নির্বাচনে আসার ইচ্ছা প্রকাশ করে, তাহলে পুনর্বিবেচনা করা হবে।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বহির্বিশ্বের কোনো চাপ নেই এমন কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন নিয়ে আমাদের ওপর বহির্বিশ্বের কোনো চাপ নেই। তারা শুধু আমাদের নির্বাচনের প্রস্তুতির তথ্য সম্পর্কে জানতে চেয়েছেন। নির্বাচন সুষ্ঠু করতে আমাদের পদক্ষেপের কথা তাদের জানানো হয়েছে। তারাও আশা করেন বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ নিজাম উদ্দিন আহম্মেদ, পুলিশ সুপার মাহবুবুল আলম, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমাড্যান্ট মইনুল ইসলাম প্রমুখ।

বিধান মজুমদার অনি/এফএ/এমএস