ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিলেট-৩ আসনে হাবিবের প্রতিদ্বন্দ্বী ডা. দুলাল

জেলা প্রতিনিধি | সিলেট | প্রকাশিত: ০৯:০০ পিএম, ২৮ নভেম্বর ২০২৩

সিলেট-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমানের হাবিবের প্রতিদ্বন্দ্বী হয়ে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বি.এম.এ) মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে তিনি গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

জানা যায়, দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নেন ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল। বিকেলে বিষয়টি নিয়ে ঘনিষ্টজনদের নিয়ে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি নির্বাচন করার ঘোষণা দেন। আজ মঙ্গলবার নির্বাচন কমিশন থেকে মনোনয়ন পত্রও সংগ্রহ করেন তিনি।

ডা. ইহতেশামুল হক দুলাল আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য। এ আসন থেকে নির্বাচন করার জন্য আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন তিনি। তবে দল থেকে বর্তমান সাংসদ হাবিবুর রহমান হাবিবকে মনোনয়ন দেয়া হয়।

আরও পড়ুন: ৩ ‘হেভিওয়েট’ প্রার্থী নিয়ে সিলেটে শক্ত অবস্থানে জাপা

নির্বাচন প্রসঙ্গে ডা. ইহতেশামুল হক চৌধুরী দুুলাল জাগো নিউজকে বলেন- 'দীর্ঘদিন ধরে এ আসনে নির্বাচন করার জন্য প্রস্তুত ছিলাম। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আগামীকাল (বুধবার) অথবা পরশু মনোনয়নপত্র জমা দিবো।'

আহমেদ জামিল/এনআইবি/এমএস