ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

তিন স্তরের বেষ্টনীতেও ‘নিরাপত্তাহীন’ সিলেট রেলওয়ে স্টেশন

নিজস্ব প্রতিবেদক | সিলেট | প্রকাশিত: ০৯:০৯ পিএম, ২৮ নভেম্বর ২০২৩

নান্দনিক ও দৃষ্টিনন্দন স্থাপনার দিক থেকে দেশের অন্যতম সিলেট রেলওয়ে স্টেশন। এ স্টেশনের নিরাপত্তার দায়িত্বে রয়েছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। আরএনবির পাশাপাশি আইনশৃঙ্খলার দায়িত্বে রয়েছে রেলওয়ে থানা পুলিশ। এছাড়াও রয়েছে রেলওয়ের নিজস্ব নিরাপত্তাকর্মী।

তিন স্তরের বেষ্টনী থাকার পরও ‘নিরাপত্তাহীন’ সিলেট রেলওয়ে স্টেশন। দিন রাত যেকোনো সময়ই অনায়াসে চলাচল করা যায় এ স্টেশনের ভেতর দিয়ে। মাছ বিক্রেতা থেকে শুরু করে সবজিওয়ালাদেরও দেখা মেলে এই স্টেশনের ভেতরে। রয়েছে ছিনতাইকারী ও মাদকসেবীদের আস্তানাও।

কয়েকদিন আগেই উপবন এক্সপ্রেসের একটি বগিতে অগ্নিকাণ্ডের পর প্রশ্ন উঠেছে সিলেট রেলওয়ে স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করেছে রেলওয়ে থানা পুলিশ। আসামি করা হয়েছে ২০ জনেরও বেশি ব্যক্তিকে। এ ঘটনায় চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।

jagonews24

তবে মামলা দায়ের করা হলেও স্টেশনের নিরাপত্তা ব্যবস্থার গাফিলতির বিষয়টি আড়ালে রাখা হয়েছে। রাজনৈতিক ইস্যুকে সামনে এনে ঘটনার তদন্ত করা হচ্ছে। যার কারণে স্টেশনের নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতার বিষয়টি স্টেশনে নিয়োজিত কোনো বাহিনী মানতে নারাজ। উল্টো রেলওয়ে পুলিশ বলছে, আরএনবির গাফিলতির কথা। আর আরএনবি বলছে রেলওয়ে পুলিশেরও নিরাপত্তার দায়িত্ব রয়েছে।

এ বিষয়ে আরএনবি সিলেট স্টেশনের চিফ ইন্সপেক্টর এনায়েত করিম বলেন, শুধু আরএনবি নয়, স্টেশনের দায়িত্ব পুলিশেরও রয়েছে। সবারই স্টেশনকে সুরক্ষিত রাখার দায়িত্ব রয়েছে। এ ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ চার সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে। তবে আমাদের কাছে এ ব্যাপারে কোনো কিছু আসেনি।

তিনি বলেন, স্টেশনের চারপাশ খোলামেলা। আমরা কতজনকে আটকাবো। তারপরও আমার লোকজন নিরাপত্তার স্বার্থে যাত্রী ছাড়া বহিরাগতদের প্রবেশে বাধা দিয়ে থাকে। শনিবার আমাদের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা পরিদর্শনে এসেছিলেন। আমরা তার কাছে নিরাপত্তা বেষ্টনীর চিত্র তুলে ধরেছি।

jagonews24

আরএনবি পরিদর্শক বলেন, অগ্নিকাণ্ডের আগে স্টেশনের অবস্থা যা ছিল, তা এখন আর নেই। এখন আসেন দেখবেন স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা কেমন। আরএনবির দুইজন সদস্য টিকিট কাউন্টারের সামনে থাকবে। আর কেউ টিকিট কাউন্টারের সামনে থাকবে না। বাকিরা পুরো স্টেশনের নিরাপত্তায় নিয়োজিত থাকবে।

এদিকে স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় আরএনবির সিলেট স্টেশনের চিফ ইন্সপেক্টরের ওপর ক্ষোভ ঝাড়লেন রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিউর ইসলাম পাটোয়ারি। তিনি বলেন, স্টেশনে আরএনবির কাজ কী আমি জানি না। তারা সবসময়ই কাউন্টারের সামনে বসে থাকে। আমাকে দেখলে গা ঝাড়া দিয়ে ওঠে। বাস্তবে এরা কোনো দায়িত্বই পালন করে না। অগ্নিকাণ্ডের ঘটনায় আমার পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। আরএনবির মামলা করার সাহস নেই।

তিনি বলেন, সঠিক তদারকির অভাবে আরএনবির সদস্যরা নিজের দায়িত্ব ছেড়ে নজর দিয়েছেন অন্যদিকে।

jagonews24

এ সময় আরএনবির সিলেট স্টেশনের চিফ ইন্সপেক্টর এনায়েত করিমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন ওসি শাফিউর।

আরএনবি চিফ ইন্সপেক্টরের মেদ-ভুড়ির সমালোচনা করে ওসি শাফিউর ইসলাম পাটোয়ারি বলেন, ‘সে কী দায়িত্ব পালন করবে। তার ওজন হবে অন্তত ৩০০ কেজি। ভুড়ির ওজন হবে ১০০ কেজি। তার ওজন ধারণের জন্য আলাদা চেয়ার লাগবে। সে কীভাবে তার সৈনিকদের নিয়ন্ত্রণ করবে।’

ওসি আরও বলেন, আমি আমার পুলিশ সদস্যদের বলেছি কোনো অভিযোগ পেলেই সোজা খাগড়াছড়ি পাঠিয়ে দেবো। এখানে আমাকে আইজিপি নিয়োগ দিয়েছেন। আমার থানায় সোজা হয়ে থাকতে হবে।

এফএ/এমএস