ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পদ ছাড়লেন সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোমিন

জেলা প্রতিনিধি | নীলফামারী | প্রকাশিত: ১১:০২ এএম, ২৯ নভেম্বর ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পদত্যাগ করেছেন নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুল মোমিন। মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে পদত্যাগের বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেন।

মোকছেদুল মোমিন বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আমার পদত্যাগ পত্রটি জমা দিয়েছি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নীলফামারী-৪ আসনে নির্বাচন করবো। এরই মধ্যে নির্বাচনে অংশ নিতে আমি সব ধরনের প্রস্তুতি নিয়েছি।

তিনি আরও বলেন, বেশ কয়েক বছর ধরে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নের মসজিদ ও মাদরাসার উন্নয়ন, কৃষকদের সার্বিক সহযোগিতা, অসুস্থদের চিকিৎসা ও দায়গ্রস্ত কন্যাদের বিয়ের পাশাপাশি সব বিষয়েই সাহায্য ও সহযোগিতা করে যাচ্ছি। বাকি জীবন জনগণের সেবা করেই মরতে চাই। জনগণ উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করে চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। এ নির্বাচনেও প্রায় ৯০ ভাগ ভোটারের সমর্থন পাব এটা আমার বিশ্বাস। গরিব মেধাবী শিক্ষার্থীদের ফ্রি পড়াশোনার ব্যবস্থা করেছি। যুবকরা যেন মাদকে আকৃষ্ট না হয়, সেজন্য খেলাধুলার আয়োজন করেছি।

আরও পড়ুন: স্বতন্ত্রের ফরম নিলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী ও তার ছেলে

মোকছেদুল মোমিনের সমর্থকেরা জানান, তিনি একজন ব্যতিক্রমী নেতা ও সমাজসেবক। করোনাকালে তিনি এর প্রমাণ দিয়েছেন। তখন জীবন বাজি রেখে করোনায় আক্রান্তদের সার্বিক সহযোগিতা করেছেন। গরিব-দুঃখীদের পাশে থাকায় ভালো ইমেজ তৈরি হয়েছে তার।

জেএস/এএসএম