মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা-মা
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোস্তাফিজার রহমান (২৯) নামের মাদকাসক্ত এক যুবককে পুলিশের হাতে তুলে দিয়েছেন বাবা-মা।
বুধবার (২৯ নভেম্বর) দুপুরে মোস্তাফিজারের মা ছেলের বিরুদ্ধে মারধর ও ভাঙচুরের অভিযোগে মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
মোস্তাফিজার রহমান ফুলবাড়ী উপজেলা সদর ইউনিয়নের চন্দ্রখানা আগটারি গ্রামের আব্দুর রহমান ও আঞ্জুয়ারা বেগমের ছেলে। তিনি মাদকাসক্ত বলে জানা গেছে।
পুলিশ জানায়, মাদকাসক্ত মোস্তাফিজার রহমান প্রতিদিন নেশার টাকার জন্য বাবা-মাকে চাপ দিতেন। টাকা না দিলে তাদের মারধর ও বাড়িতে ভাঙচুর করতেন। বুধবার সকালেও বাবা-মার কাছে টাকা দাবি করেন মোস্তাফিজার। টাকা না দিলে বাবা-মাকে মারধর ও বাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেন। পরে পুলিশে খবর দিলে তারা এসে মোস্তাফিজারকে আটক করেন।
মোস্তাফিজার রহমানের মা আঞ্জুয়ারা বেগম বলেন, ‘আমার ছেলে প্রতিদিন নেশার টাকার জন্য চাপ দিতো। টাকা না দিলে সে আমাদের মারধর করে নির্যাতন করতো। এমনকি বাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করতো। তার অত্যাচারে আমরা বাড়ির সবাই অতিষ্ঠ হয়ে পড়েছি। তাই বাধ্য হয়েই তাকে পুলিশে সোর্পদ করেছি।’
এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ বলেন, ওই যুবককে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ফজলুল করিম ফারাজী/এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফ্যাসিবাদী আমলে বন্ধ হওয়া চিনিকলগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছি
- ২ ৮০০ টাকা কেজি রান্না করা গরুর মাংস কিনতে ক্রেতাদের হিড়িক
- ৩ পুরোনো রাজনীতি পরিহার করে নতুন রাজনীতি করতে চাই: মঞ্জু
- ৪ ফ্যাসিবাদের আমলে ৫ টাকা চাঁদা দিলে এখন ২০ টাকা দেওয়া লাগে
- ৫ রাজমিস্ত্রির বাড়ি থেকে ওয়ানশুটার গানসহ দুই পিস্তল উদ্ধার