সাতক্ষীরায় মাদরাসা সুপারের হত্যাকারী গ্রেফতার
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগর মহিলা মাদরাসার সুপার মাওলানা বাবুল আক্তারের হত্যাকারী আবুল কালাম গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। শুক্রবার দুপুরে নুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জাগো নিউজকে জানান, মাদরাসা ছুটি শেষে বাড়ি যাওয়ার সময় নৈশ প্রহরী আবুল কালাম গাজী নিয়োগ সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে মাদরাসা সুপার মাওলানা বাবুল আক্তারকে প্রকাশ্যে দা দিয়ে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনার পর নিহতের বাবা আনছার আলী ছয়জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। আর মামলার প্রধান আসামি আবুল কালাম গাজীকে গ্রেফতার করা হয়েছে।
এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি
- ২ শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন
- ৩ ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
- ৪ জামায়াত প্রার্থী শিশির মনিরের নির্বাচনি প্রচারের গাড়ি ভাঙচুর
- ৫ জনগণের রায়ে যারা জিততে পারবে না, তারাই সহিংসতার পথ বেছে নিচ্ছে