বাগেরহাটে বাসে আগুনের ঘটনায় বিএনপির ১০নেতাকর্মী গ্রেফতার
বাগেরহাটের রামপালে বাসে আগুনের ঘটনায় বিএনপির ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। খুলনার রূপসা উপজেলার সাইফুল ইসলামের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার (২৯ নভেম্বর) রাতে ক্ষতিগ্রস্ত বাস মালিক মামলা করেন। এরপর রাতেই অভিযান চালিয়ে মামলার আসামিদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (৩০নভেম্বর) দুপুরে আদালতে পাঠানো হয়।
গ্রেফতাররা হলেন, উপজেলার কাপাসডাঙ্গা গ্রামের মৃত জব্বারের ছেলে গাজী মুজিবর রহমান (৬৮), তালবুনিয়া গ্রামের মোজাফফরের ছেলে ইব্রাহিম শেখ (৩০), শ্রীরম্ভা গ্রামের কাওসার শেখের ছেলে মো. হেমায়েত শেখ (৪৫), একই গ্রামের ওসমান গনি মুন্সির ছেলে মো. মোস্তফা মুন্সী (৫৫), কুমলাই গ্রামের শাহিন শেখের ছেলে আল মুসাব্বির ওরফে সাব্বির (২২), হোগলডাঙ্গা গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. আল মিরান (২৩), সোনাতুনিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম শিমুল (৩০), কাপাসডাঙ্গা গ্রামের গোলাম মোস্তফার ছেলে এসকেন্দার শেখ (৩৮), দলদাহ গ্রামের মৃত হাতেম আলীর ছেলে মাহাতাব মোড়ল (৬৫) ও সন্তোষপুর গ্রামের মজিদ শেখের ছেলে আব্দুল্লাহ শেখ (৩৭)।
পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার (২৮নভেম্বর) রাত ৯টায় রামপাল উপজেলার মোংলা-খুলনা মহাসড়কের ফয়লা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। এ ঘটনায় বুধবার (২৯ নভেম্বর) রাতে মামলা হলে বিএনপির ১০নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন শেখ ফরিদুল ইসলাম বলেন, কিছু দুর্বৃত্ত যানবহনে আগুন দিয়েছে। কিন্তু প্রকৃত দোষীদের খুঁজে বের না করে রাজনৈতিকভাবে ঘায়েল করতে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। এতে প্রমাণিত হয় সরকার বিরোধী দল দমনে মরিয়া হয়ে ওঠেছে। আমরা এ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও গ্রেফতার নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী জানাই।
আবু হোসাইন সুমনে/এনআইবি/জেআইএম