ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

তৃণমূল বিএনপির মনোনয়ন পেলেও দাখিল করেননি এক প্রার্থী

নিজস্ব প্রতিবেদক | রংপুর | প্রকাশিত: ০৯:৫১ পিএম, ৩০ নভেম্বর ২০২৩

রংপুরের ছয়টি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে মনোনয়ন দিয়েছে তৃণমূল বিএনপি। তবে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে রংপুর-৫ আসনে দলীয় প্রার্থী খালেদা খানম তার মনোনয়নপত্র জমা দেননি।

জানা যায়, বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আসন্ন নির্বাচনের প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব তৈমূর আলম খন্দকার। এতে রংপুর-১, ৫ ও ৬ আসনে তিনজন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। অপর আসনগুলোতে (২, ৩ ও ৪ ) কোনো প্রার্থীকে মনোনয়ন দেয়নি দলটি।

রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ দিনে রংপুর- ১ (গঙ্গাচড়া) আসনে তৃণমূল বিএনপির বদরুদ্দোজা চৌধুরী এবং রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে ইকবাল হোসেন মনোনয়ন জমা দিলেও রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থী খালেদা খানম তার মনোনয়নপত্র জমা দেননি।

এ বিষয়ে জানতে খালেদা খানমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এদিকে, তৃণমূল বিএনপি ছাড়াও রংপুরের ছয়টি আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাকের পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৪৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জিতু কবীর/জেডআইকে/জেআইএম